বিডি ল নিউজঃ জাতীয় সংসদে মেট্রোরেল ও যাত্রীর বীমা বাধ্যতামূলক করে ‘মেট্রোরেল বিল-২০১৫’ পাস হয়েছে।
সোমবার দশম সংসদের পঞ্চম অধিবেশনে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির সুপারিশকৃত বিল পাস করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিনা টিকেটে ভ্রমণ করলে ভাড়ার দশগুণ জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে বিলটিতে।
বিলে বলা হয়েছে, ডিটিসিএ একটি কমিটির মাধ্যমে মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করবে। রেলের পরিদর্শকও তারা নিয়োগ দেবে। বিলে মেট্রোরেল ও যাত্রীর বীমা বাধ্যতামূলক করা হয়েছে।
এ বিধান ভাঙলে সর্বোচ্চ ১০ বছর জেল ও ১০ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। অনুমতি ছাড়া লাইসেন্স হন্তান্তর করলে ১০ বছর কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা এবং পরিচালনায় বাধা দিলে দুই বছর জেল ও ২ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
বিলে আরো বলা হয়েছে, কেউ মেট্রোরেলের টিকেট জাল করলে তিনি ১০ বছর কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানার সম্মুখীন হবেন।এর আগে স্বতন্ত্র সদস্যরা এ বিলের একাধিক সংশোধনী প্রস্তাব আনলেও তা নাকচ হয়ে যায়।




Discussion about this post