বিডি ল নিউজঃ বিশ্বকাপের পর অবসরে চলে যাবেন পাকিস্থানি সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তখন কেবল ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি২০ চালিয়ে যাবেন তিনি। আর, তাই সব দেশের টি২০ লীগ গুলো চালিয়ে যাবেন তিনি। তারই ফলশ্রুতিতে, ইংলিশ কাউন্টি ক্লাব নর্থঅ্যান্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আফ্রিদি। আগামী মে মাসে শুরু হতে যাওয়া ঘরোয়া টোয়েন্টি২০ প্রতিযোগিতায় ক্লাবটির হয়ে পারফর্ম করবেন এই অলরাউন্ডার।
আফ্রিদির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হওয়ার পর ক্লাবের কোচ ডেভিড রিপ্লে বিবিসিকে বলেছেন, ‘আফ্রিদিকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই। ওয়ানডের সেরা ক্রিকেটার সে। তাকে পেয়ে আমরা খুবই খুশি।’ প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৫ মে ডুরহামের বিপক্ষে খেলবে নর্থঅ্যান্টস। টুর্নামেন্টের অন্য দলগুলো হচ্ছে বার্মিংহাম বিয়ার্স, ডার্বিশায়ার, লিচ্চেস্টারশায়ার, ওরস্টারশায়ার ও নটিংহামশায়ার। এ বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন শহীদ আফ্রিদি। এর আগে কাউন্টির দল লেচ্চস্টারশায়ার, ডার্বিশায়ার, কেন্ট ও হামশায়ারে খেলেছেন তিনি।




Discussion about this post