বিডি ল নিউজঃ

কান্নায় ভেঙে পড়েছেন আর সেই অবস্থায় ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে শেষবিদায় জানালেন মা খালেদা জিয়া। মঙ্গলবার দুপুর পৌনে তিনটায় কোকোর কফিন আলিফ মেডিকেল সার্ভিসের এ্যাম্বুলেন্সে তোলা হয়। এ সময় অফহোয়াইট রংয়ের শাড়ি পরিহিত খালেদা জিয়া অঝর নয়নে কাঁদছিলেন। বোন সেলিনা ইসলাম ও দুই ভাইয়ের বউ কানিজ ফাতেমা ও নাসরিন সাইদ তাকে ধরে রাখেন। এর আগে, আরাফাত রহমান কোকোর লাশ বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মঙ্গলবার দুপুর ১টা ৩৫ মিনিটে নিয়ে আসা হয়।কার্যালয়ের নীচতলায় আরাফাত রহমান কোকোর কফিন রাখা হয়। সেখানেই মা খালেদা জিয়া ছেলের মুখ শেষবারের মতো দেখেন। কার্যালয়ের দ্বিতীয় তলার নিজ অফিস কক্ষ থেকে তিনি সোয়া দুইটার দিকে নিচতলায় আসেন। সেখানে ছেলের মরদেহের পাশে আধাঘণ্টা অবস্থান করেন তিনি। পুরো সময়ই খালেদা জিয়ার চোখ ছিল অশ্রুসজল।




Discussion about this post