বিডি ল নিউজঃ চোখের আড়াল তো মনের আড়াল। মনের আড়াল তো সব শেষ। তাই, প্রেম ভালোবাসার প্রথম শর্তই হচ্ছে যত কাছাকাছি থাকা যায়। তবে, নিজেদের কর্মের জন্য যদি দূরে থাকতে হয় তবে তখন সত্যি তা অনেক বেদনাদায়ক। তাই হচ্ছে এদের দুইজনের ক্ষেত্রে। তাদেরকে বলা হয় বলিউডের ভালোবাসার পাখি। আর এমনই তাদের প্রেম যে একদিন একে অন্যকে চোখের সামনে না পেলে তাদের মনে হয়, দীর্ঘদিন তারা বিচ্ছিন্ন দুই দ্বীপে বসবাস করছেন। এ বিরহ তাদের কাছে বেদনাদায়ক।

এমনকি তিনি রনবীরকেও প্রেমিকার সঙ্গে কাশ্মীরে দেখা না করার জন্য অনুরোধ জানিয়েছেন। কিন্তু কেন এমন কড়াকড়ি? জানা গেছে, ফিতুর সিনেমার জন্য অভিষেক ক্যাটের আগে রেখা ও আদিত্য রায় কাপুরের শিডিউল নিয়ে রেখেছেন। তাই শুটিংয়ের ডেটে যাতে কোনো হেরাফের না হয় তাই এমন কড়াকড়ি।
Discussion about this post