মেহেদী হাসান সোহাগ(মাদারীপুর): মাদারীপুর শহরের আচমত আলী খান পাবলিক স্কুলের আয়োজন বৃহস্পতিবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিএনপি ও জামাত-শিবিরের লাগাতার হরতাল, অবরোধ ও নাশকতামূলক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আচমত আলী খান পাবলিক স্কুলের প্রধানশিক্ষক মো. হুমায়ন কবিরের নেতৃত্বে আয়োজিত মানববন্ধন কর্মসূচি বেলা ১২টা ৪৫ মিনিট থেকে ১টা পর্যন্ত বিদ্যালয়ের সামনে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে অনুষ্ঠিত হয়।
“হরতাল, অবরোধ শিক্ষক ও ছাত্র সমাজ চায় না” শীর্ষক মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়।
Discussion about this post