বিডি ল নিউজঃ এসএসসি পরীক্ষা চলাকালে হরতাল-অবরোধ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আজ রোববার দুপুরে এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে যেন বিঘ্ন সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে এবং যারা বিঘ্ন সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আমীর উল ইসলাম, আবদুল মতিন খসরু, ইউসুফ হোসেন হুমায়ুন, বাসেত মজুমদার, সাহারা খাতুনসহ আওয়ামীপন্থী আইনজীবীরা। আদালতে এসএসসি পরীক্ষার বিষয়ে রিট করেন শফিউল আযম বারকু।
Discussion about this post