বিডি ল নিউজঃ রবিবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশন এলাকায় নারায়ণগঞ্জ থেকে ঢাকায় চলাচলরত একটি ট্রেনের দু’টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ১০টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে এসে পৌঁছায়। রাত ১১টা ৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু, এ সময়ের মধ্যে ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় পেছনের দু’টি বগিতে কে/কারা আগুন দেয়। মুহূর্তের মধ্যে আগুন বগিতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা উপরে উঠে যায়। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
Discussion about this post