বিডি ল নিউজঃ সোমবার রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকায় ‘আকিব পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাসে বোমা হামলায় বাসের সুপারভাইজার ওমর ফারুক (৩৪) ও হেলপার সুমন (২৫) আহত হয়েছেন। আহতদের মধ্যে হেলপার সুমনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ জানান, ঢাকা থেকে রাজশাহী আসার পথে বিনোদপুর এলাকায় আসলে অবরোধকারীরা বাসের সামনের কাঁচ লক্ষ্য করে বোমা হামলা চালায়। এতে বাসের সামনের কাঁচ ভেঙে যায়। বোমার স্প্লিন্টারের আঘাতে হেলপার সুমন ও সুপারভাইজার ওমর ফারুক আহত হন। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়েছে। কিন্তু কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




Discussion about this post