বিডি ল নিউজঃ সোমবার রাত ১০ টার দিকে রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকার একটি বাড়ি থেকে মহানগর ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারীসহ তিন জনকে আটক করেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
আটক কৃতরা হলেন রাজশাহী মহানগর ছাত্রশিবির সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম ফিরোজ, সেক্রেটারী নাফিস রাইয়ান মারুফ ও সমাজসেবা সম্পাদক সাঈদ আমীন মুলহীম।
মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ সোমবার রাত সাড়ে ১১টার দিকে স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি এ বার্তায় দাবী করে জানান, শাহমখদুম থানা পুলিশ নওদাপাড়া এলাকা থেকে শিবির সভাপতি ডা. আনোয়ারুল ইসলাম, সেক্রেটারী নাফিস রাইয়্যান ও সমাজসেবা সম্পাদক সাঈদ আমীন মুলহীমকে আটক করেছে। তাদের শাহমুখদুম থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, রাতে বিশেষ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এখনই তাদের নাম জানানো সম্ভব হচ্ছে না।




Discussion about this post