সাইফুল, পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের পটিয়া প্রতিনিধি আবদুল হাকিম রানার বাড়িঘরে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে মহিলাসহ ৫ জনকে গুরুতর আহত করে ২টি ঘর ভাংচুর ও পাশের জায়গা দখলের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকাল ৯টায় পৌরসভার ৯নং ওয়ার্ড উত্তর গোবিন্দারখীল নুর আহম্মদ কন্ট্রাক্টরের বাড়িতে। এ সময় সন্ত্রাসীদের বাধা দিতে গেলে সাংবাদিক পরিবারের দুই মহিলা সদস্যসহ ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল সকাল ৯টায় সামশুল আলম পটিয়ার শীর্ষ সন্ত্রাসী জমির উদ্দিন ও চন্দনাইশের সন্ত্রাসী মুজিবুর রহমানের নেতৃত্বে বসতবাড়ি সংলগ্ন জায়গা জবর দখলের চেষ্টা করে। এতে বাধা দিতে এগিয়ে আসলে নজরুল ইসলাম (৪২), নুর আক্তার (৪২), মিনু আক্তার (৪০), মাহাবুবুর রহমান (৬০), মান্না (১৪) রক্তাক্ত আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার মধ্যে গুরুতর আহত নজরুল ইসলামকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ রেফায়েত উল্লাহ চৌধুরীসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সন্ত্রাসীরা পিছু হটে। এ ব্যাপারে পটিয়া থানায় আহত মাহাবুবুর রহমান বাদী হয়ে অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে। পটিয়া প্রেস ক্লাবের নিন্দা: পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার বসতবাড়িতে সন্ত্রাসী কর্তৃক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম ও সিনিয়র সহ সভাপতি এস এম এ কে জাহাঙ্গীরসহ সাংবাদিক নেতৃবৃন্দ। তারা এ জবর দখলের মত ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান।
Discussion about this post