ফরিদ মিয়া, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাস থেকে নামতে গিয়ে ৫ জন আহত হয়েছে। ঘটনার পর এলাকায় আতংক দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়মনসিংহ থেকে টাঙ্গাইল গামী প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঘাটাইল উপজেলার পাকুটিয়া চামড়ার বাজারের কাছে এলে দুর্বৃত্তরা বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। সাথে সাথে বাসে আগুন ধরে যায়। তবে বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে পরায় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। এ সময় ৫জন যাত্রী দ্রুত নামতে গিয়ে আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, বাসে আগুন ধরলেও এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
Discussion about this post