ফরিদ মিয়া, টাঙ্গাইল প্রতিনিধি: সারাদেশে বিএনপিসহ ২০ দলের ডাকা ধ্বংসাত্বক কর্মসূচীর কারনে গাড়ী ভাংচুর ও পেট্রোল বোমা হামলায় মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে শ্রমিকলীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ ও জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান প্রমুখ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন, আব্দুল মান্নান, নুরজাহান বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Discussion about this post