বিডি ল নিউজঃ যে হ্যাপির কারনে পেসার রুবেল হোসেনের বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল, সেই হ্যাপিই কিনা রুবেলের শুভাকাঙ্ক্ষী। রুবেলের বিরুদ্ধে মানহানির মামলা, তারপর আবার বিশ্বকাপ স্কােয়াডে রুবেলের জায়গা হওয়া নিয়ে নানা সমালোচনা সত্বেও রুবেলকে শুভকামনা জানালেন নাজনিন অাক্তার হ্যাপি। তিনিও চান রুবেল যেন আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ভালো বোলিং করে দেশের জয়ে ভূমিকা রাখে।
তিনি অারো বলেন, সবার আগে দেশ। এ সত্যটা যে উপলব্ধি করতে পারে সে-ই প্রকৃত মানুষ। এখানে ব্যক্তিগত বা পারিবারিক রেষারেষির কোনো স্থান নেই। আমিও চাই দেশের হয়ে রুবেল ভালো বোলিং করুক, ভূমিকা রাখুক বাংলাদেশের জয়ে। আমার সাথে কি হয়েছে তা আপাতত ভুলে গিয়ে তার জন্য শুভকামনা জানাচ্ছি।
এতোকিছুর পরেও রুবেলকে কেন সাপোর্ট করছেন জানতে চাইলে হ্যাপি বলেন, ওই যে বললাম সবার আগে দেশ। আর এটাই বাস্তবতা। তাছাড়া মামলার স্থান আদালতে, মাঠে নয়। বিশ্বকাপ শেষে রুবেল দেশে প্রত্যাবর্তন করুক। তারপর না হয় হ্যাপি তার আগের স্থানে চলে যাবে। অর্থাৎ মামলা নিয়ে কোনো রকম আপস বা ছাড় নয়। সুতরাং বিশ্বকাপ পর্যন্ত রুবেলের জন্য আমার শুভকামনা রইলো।




Discussion about this post