বিডি ল নিউজঃ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে তানজীল পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো- জ ১১-১১১৭) যাত্রীবেশে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ততক্ষনে বাসটির ৬০ শতাংশ পুড়ে যায়। গাড়ির ভেতর থেকেই যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত গান পাউডার দিয়ে আগুন লাগায় বলে আমাদের ধারণা।




Discussion about this post