বিডি ল নিউজ:
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সকাল সাড়ে ৯ টায় অস্ট্রেলিয়ার ক্যানবেরার মানুকা ওভাল স্টেডিয়ামে গড়ায় ম্যাচটি। প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৬৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। আফগানিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছেন টাইগাররা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ৩ উইকেট খুইয়ে আফগানিস্তানের সংগ্রহ ১৯ রান।
লক্ষ তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। দলীয় ২ রানের মাথায় আঘাত হানেন মাশরাফি।
টস নামক ভাগ্য পরীক্ষায় জিতে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি। দলীয় ৪৭ রানের মাথায় সাজঘরে ফেরেন তামিম ইকবাল। মিরওয়াইস আশরাফের বলে উইকেট রক্ষক আফসার জাজাইর তালুবন্দি হন বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যান। ৪২ বলে ২ চারের মারে ১৯ রান করেন তিনি।
তামিমের পর বেশিক্ষণ থাকতে পারেননি অপর ওপেনার এনামুলও। দলের স্কোরশিটে ২৯ রান যোগ করে মিরওয়াইস আশরাফের বলে এলবিডল্ডিউর ফাঁদে পড়েন তিনি। ৫৫ বলে ৪ চারের সাহায্যে ইনিংসটি সাজান এনামুল।
তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েন সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদ। প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে রক্ষণাত্মক ক্রিকেটকে বেছে নেন এই দুই ব্যাটসম্যান। কিন্তু আফগান পেসার শাপুর জারদানের জোড়া আঘাতে দুজনকে সাজঘরে ফিরতে হয়।
২৬তম ওভারের পঞ্চম বলে ও ২৯তম ওভারের প্রথম বলে শাপুর জারদান একে একে ফিরিয়ে দেন সৌম্য সরকার ও মাহমুদুল্লাহ রিয়াদকে। দলীয় ১০৩ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সৌম্য সরকার। সাজঘরে ফেরার আগে ২৫ বলে ৩টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে ২৮ রান করেন তিনি।
এরপর ১১৯ রানে উইকেটের পেছনে আফসার জাজাইর হাতে ক্যাচ তুলে দেন রিয়াদ। বিদায়ের আগে ৪৬ বলে মাত্র ২৩ রান করেন মাহমুদউল্লাহ।
পঞ্চম উইকেটে ১১৪ রানের জুটি গড়েন সাকিব-মুশফিক। প্রথমে মুশফিকুর রহিম ও পরে সাকিব আল হাসান হাফ সেঞ্চুরি তুলে নেন। ৫১ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৬৩ রান করে হামিদ হাসানের বলে সরাসরি বোল্ড হন সাকিব। এরপর সাজঘরের পথ ধরেন মুশফিকুর রহিমও। মোহাম্মদ নবীর শিকার হওয়ার আগে ৫৬ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৭১ রান করেন বাংলাদেশের প্রাক্তন ওয়ানডে অধিনায়ক।
আফগানিস্তানের হয়ে সমান ২টি করে উইকেট নিয়েছেন হামিদ হাসান, শাপুর জাদরান, আফতাব আলম ও মিরওয়াইস আশরাফ। বাকি উইকেটটি গেছে অধিনায়ক মোহাম্মদ নবীর দখলে।
উল্লেখ্য, এর আগে এশিয়ান কাপে ১টি ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান ও বাংলাদেশ। ওই ম্যাচে মুশফিক বাহিনীকে ৩২ রানে হারিয়ে চমক দেখিয়েছিলেন আফগানরা। এর মধ্য দিয়ে বড় কোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো জয়ের স্বাদ নিয়েছিলেন নবীরা।
বাংলাদেশের একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহঅধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, সৌম্য সরকার, সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
আফগানিস্তানের একাদশ : মোহাম্মদ নবী, নওরোজ মঙ্গল, আসগার স্টানিকজাই, সামিউল্লাহ শেনওয়ারি, আফসার জাজাই (উইকেট রক্ষক), নজিবুল্লাহ জাদরান, মিরওয়াইস আশরাফ, হামিদ হাসান, শাপুর জাদরান, আফতাব আলম ও জাভেদ আহমাদি।




Discussion about this post