বিডি ল নিউজঃ বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটানোর অভিযোগে কাজী আনিসুর রহমান (২০) নামে এক তরুণকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগকর্মীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, আনিসুর রহমান কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, যারাই নাশকতা করতে চেষ্টা করবে, তাদের এভাবেই প্রতিরোধ করা হবে।




Discussion about this post