বিডি ল নিউজঃ বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের দেখা যায় ক্রিকেট নিয়ে খুব বেশী মেতে থাকতে। সেই তুলনায় আমাদের তারকারা অনেক পিছিয়ে। বিশ্বকাপ ক্রিকেটীয় জোয়ারে ভাসছে সারা দেশ। ছোট, বড়, মাঝারি সব পেশার মানুষের মধ্যে বিরাজ করছে ক্রিকেট উত্তেজনা। এমনকি চলচ্চিত্রাঙ্গনের তারকাদের মাঝেও রয়েছেন ক্রিকেট নিয়ে ভাবনা-চিন্তা।
গতকাল রাতে ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান তারঅফিসিয়াল ফেজবুক ফ্যান পেজে ক্রিকেট বিশ্বকাপসম্পর্কে কিছুকথা লিখে স্ট্যাটাস দেন।
শাকিব খানের স্ট্যাটাস টি এমন- বাংলাদেশের বাইরে পাকিস্তান ও ভারতেরখেলা ভালো লাগে। দল দুটি চিরপ্রতিদ্বন্দ্বী হলেও দুই দলের খেলাই উপভোগ্য। আমারমনে হয়, উভয় দলই জেতার জন্য মাঠে নামে। শেষ বলটি পর্যন্ত তারা চেষ্টা করে। পাকিস্তানের শহীদ আফ্রিদির অনেক বড় ফ্যান আমি। তাঁরমারকুটে খেলা দেখার জন্য অধীর আগ্রহে থাকি।
এ ছাড়া একসময় ভারতের সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকারের খেলা হলেই টিভির সামনে বসে পড়তাম। এবারের বিশ্বকাপটা বেশমনোযোগ দিয়ে দেখার ইচ্ছে আছে।
আশা করছি, বাংলাদেশ অনেক ভালো করবে। নতুন-পুরনোদের সমন্বয়ে গঠিত এবারেরদলটি নিয়ে আশাবাদী। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা নিশ্চয় লাল-সবুজের মান রাখবে।
Discussion about this post