বিডি ল নিউজঃ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি)-তে আগামীকাল গ্রুপ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে অপরাজিত প্রোটিয়ারা। তিনটি ম্যাচের তিনটিতেই জয়ী হয়েছে তারা। ভারতের এবার সেই ধারা পাল্টানোর লড়াই। ভারতের সহ-অধিনায়ক বিরাট কোহলি এসসিজি-তে উপভোগ্য লড়াই হবে বলে ভবিষ্যতবাণী করেছেন। তিনি বলেছেন, দুটি দলেই যথেষ্ট ভারসাম্য রয়েছে। তাই মাঠে নেমে পারফরম্যান্সের ওপরই সবকিছু নির্ভর করছে। এই ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালে ওঠাটা প্রায় নিশ্চিত।দুটি দলই তাদের প্রথম খেলায় জিতেছে। ভারত অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা উড়িয়ে দিয়েছে জিম্বাবোয়েকে।
ম্যাচের আগের দিন শনিবার সাংবাদিক বৈঠকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির পরিবর্তে এলেন কোহলি। বললেন, এমসিজি-র শক্ত পিচে অতিরিক্ত বাউন্স থাকবে, যা দুটি দলের কাছেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দক্ষিণ আফ্রিকা দলে ভালো বোলাররা রয়েছেন, আর ভারতীয় দলে রয়েছে দুরন্ত ব্যাটসম্যানরা। ফলে ভারতের ব্যাটসম্যানদের সঙ্গে প্রোটিয়া বোলারদের মধ্যে লড়াইটা যথেষ্ট উপভোগ্য হবে বলেও মন্তব্য করেছেন কোহলি।
ইনিংসে রানের গতি বজায় রাখাটা শেষপর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কেননা, এমসিজি-র মতো বড়ো মাঠে চার-ছয় হাঁকানো সহজ হবে না। তাই স্লগ ওভারে রানের গতি বাড়িয়ে নেওয়ার ভাবনা কাজে নাও আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় ব্যাটিংয়ের প্রধান ভরসা। তাই অঙ্ক কষে ব্যাটিংয়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন কোহলি।
উল্লেখ্য, মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ড্র করেছিল ভারত। এই ম্যাচে কোহলি দুই ইনিংসে যথাক্রমে ১৬৯ ও ৫৪ রান করেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে ১০৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন ২৬ বছরের কোহলি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডেল স্টেইন, মর্নি মর্কেল ও ভেরন ফিলান্ডারের মতো বোলারদের আক্রমণের মুখে পড়তে হবে ধোনি-বাহিনীকে।
আইপিএলে কোহলির দল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সেই খেলেন স্টেইন ও বিধ্বংসী ব্যাটসম্যান এ বি ডিভিলিয়ার্স। কোহলি বলেছেন, এটা একটা অ্যাডভান্টেজ।স্টেইন আমার খুব ভালো বন্ধু। কিন্তু মাঠে কেউ কাউকে ছেড়ে কথা বলব না।
কোহলি আরও বলেছেন, স্টেইন সেরা ফাস্ট বোলার এবং এবি দুরন্ত ব্যাটসম্যান, একথা মানতে কোনও বাধা নেই। প্রত্যেকের জন্যই বিশেষ পরিকল্পনাও থাকছে। কিন্তু অনেক খেলোয়াড়েরই বিপক্ষের পরিকল্পনা বানচাল করে খেলার ক্ষমতা রয়েছে।
আগামীকাল এমসিজি-র গ্যালারিতে থাকবেন প্রায় ৮০ হাজার দর্শক। এ বিষয়ে কোহলি বলেছেন, এক দর্শকের সামনে খেলাটা দারুন ব্যাপার। আর গ্যালারির ৮০ শতাংশই তো ভারতের সমর্থকই থাকবেন। এখানে জিততে পারলে দলের আত্মবিশ্বাস আরও বাড়বে বলেও মন্তব্য কোহলির। দক্ষিণ আফ্রিকাকে হারাতে দলগত পারফরম্যান্সের ওপরই জোর দিয়েছেন কোহলি।
সূত্রঃ এবিপি আনন্দ




Discussion about this post