বিডি ল নিউজঃ

প্রতিদিন হাজার হাজার মেয়ে ভারতে ধর্ষণ, শ্লীলতাহানি, শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। কেউ বা লোকলজ্জার ভয় মুখ খুলছেই না। আর কেউ যদি বা মুখ খুলে থানায় অভিযোগ দায়ের করছে, সেও বিচার পেতে পেতে বহুদিন কেটে যাচ্ছে। তাই হয়তো আইন পরিবর্তন করা সত্ত্বেও বা জনআন্দোলন হওয়া সত্ত্বেও ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ আজও ঘটে চলেছে ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিমুহূর্তে। এখানে এইধরণের ঘটনা মানুষ খুব তাড়াতাড়ি ভুলেও যায়।

প্রতিদিন টিভির পর্দা বা খবরের কাগজ বা সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে এইধরণের খবরে। দেখা যাচ্ছে প্রতি বাইশ মিনিটে একটি করে মেয়ে ধর্ষিত হচ্ছে এই দেশে। বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতার সৌজন্যে বা টাকার প্রভাবে বেঁচে যাচ্ছে অভিযুক্ত। কিন্তু এবার সময় এসেছে রুখে দাঁড়াবার, ধর্ষকদের শাস্তি দেওয়ার।

পুরানি দিল্লি টকিজের সৌজন্যে একটি ভিডিওতে দেখুন একজন ধর্ষককে কীভাবে শাস্তি দিল জনসাধারণ।
সূত্রঃ এবিপি আনন্দ



Discussion about this post