মতিউর রহমান, ময়মনসিংহ প্রতিনিধিঃ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি’ গান গাইতে গাইতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অসহায়, কর্মজীবী ও এতিম শিশুদের বিদ্যালয় ‘দীপ্ত শিখা নিকেতনে’ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
বিদ্যালয়ের উত্তরার ময়নারটেক শাখা এবং ক্যান্টনমেন্ট শাখায় সকালে একই সময়ে শুরু হয়েছিল মহান একুশে ফেব্রুয়ারী উদযাপন।
প্রভাত ফেরির মাধ্যমে শহীদ মিনারে শিশুদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দেশাত্মবোধক গানের অনুষ্ঠান, একুশে ফেব্রুয়ারীর তাৎপর্যের আলোকে শিশুদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা পর্ষদ এর সদস্যবৃন্দ। উল্লেখ্য যে, সম্পুর্ণ বিনা বেতনে এ স্কুল সমূহে গরিব অসহায় কর্মজীবী শিশুরা পড়াশোনা করে থাকে।




Discussion about this post