বিডি ল নিউজঃ বয়স তার বেশি নয়। এ বয়সেই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়ে ফেললেন বলিউডের উঠতি তারকা আলিয়া ভাট। ১৫ মার্চ তার ২২তম জন্মদিন। আর জন্মদিনের আগেই মা-বাবার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে উঠতে চান তিনি। তাই বেশ কিছুদিন থেকেই বান্দ্রায় অ্যাপার্টমেন্ট খুঁজছেন আলিয়া। অভিজাত অ্যাপার্টমেন্ট নির্মাণকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিটিংও করেছেন।
ঘর থেকে বের হলেও মা-বাবার কাছাকাছি থাকার জন্যই বান্দ্রাতে অ্যাপার্টমেন্ট খুঁজছেন। যদিও অনেকেই বলছেন, থাকার জন্য নয়, অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে লগ্নি করার জন্যই তিনি এ আলোচনা করেছেন। কারণ মা-বাবার ঘর থেকে বেরিয়ে আসার আপাতত কোনো ইচ্ছা নেই আলিয়ার।
তথ্যসূত্র: কালের কণ্ঠ




Discussion about this post