বিডি ল নিউজঃ ভারতের নম্বর ওয়ান ব্যাচেলর বয় ও বলিউডের অন্যতম সুপারস্টার হচ্ছেন সালমান খান। এখনও ভারতে অনেক মেয়ে আছে যারা সালমানকে বিয়ে করার জন্য যেকোনো কিছু করতে পারবে। ৫০ বছর বয়সেও তাকে বলিউডের এক নম্বর হ্যান্ডসাম বয় বলা হয়। সম্প্রতি সালমান খান বলেছেন, তার থেকেও নাকী অনেক বেশি হ্যান্ডসাম টিম ইন্ডিয়ার পিনআপ বয় বিরাট কোহলি।
সালমান সদ্যই দুবাইয়ের একটি জুয়েলারি শোরুমের উদ্ধোধনে হাজির হয়েছিলেন। সেখানে সাংবাদিকরা লুকস আর আচরণগতদিক থেকে বিরাটের সঙ্গে সালমানের তুলনা টানেন। সাংবাদিকদের থামিয়ে দিয়ে সালমান খান বলেন, আমি বিরাট কোহলির মতো এতটাও মেট্রোসেক্সুয়াল নই। ও অসাধারণ।
তথ্যসূত্র: বলিউড লাইফ




Discussion about this post