বিডি ল নিউজঃ আগের ম্যাচে অপ্রত্যাশিত ভাবে আয়ারল্যান্ডের হাতে ক্যারিবিয়ান-গর্ব ধূলিসাত্ হওয়ার ধাক্কা ওয়েস্ট ইন্ডিজ পরের খেলায় দুর্ধর্ষ দেড়শো রানে জিতে অনেকটাই পুনরুদ্ধার করে ফেলল। কিন্তু পাকিস্তান পাঁচ দিনের মধ্যে আরও লজ্জার অতলে ডুবে গেল। পরের ম্যাচ আরও কুশ্রী ভাবে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে।
ক্রাইস্টচার্চে টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়ে চারটে ক্যাচ ফস্কে ওয়েস্ট ইন্ডিজকে ৩১০-৬ স্কোরে পৌঁছতে দেওয়া। আন্দ্রে রাসেলের (১৩ বলে ৪২ নটআউট) বেধড়ক ঠ্যাঙানিতে শেষ পাঁচ ওভারে বিপক্ষের ৭৯ রান তুলতে দেখা। তার পরে নিজেদের ইনিংসের প্রথম ১৯ বলে স্কোর বোর্ডে মাত্র এক রান উঠতেই চার উইকেট খুইয়ে বসা। এহেন তীক্ষ্ম ত্রিভূজে পাকিস্তান ১১ ওভার বাকি থাকতেই আত্মসমর্পণ করে। ৩৯ ওভারে ১৬০ অলআউট হয়ে গিয়ে। পরিসংখ্যান বলছে, এক রানে চার উইকেট ওয়ান ডে-তে পাকিস্তানের সর্বকালের খারাপ শুরু!
যার পরেই পাক ক্রিকেটমহলে সমালোচনার ঝড় বইছে। তবে জাভেদ মিয়াঁদাদ অভাবিত ভাবে মিসবা উল হকের পাশে দাঁড়িয়েছেন আজ। “এই দলের দরকার সঠিক টিম কম্বিনেশন আর একটা জয়। তা হলেই বিশ্বকাপে ওদের ছন্দ ফিরে আসবে,” বলেছেন মিয়াঁদাদ। কিন্তু অন্য প্রাক্তনরা সমবেত ভাবে পাক অধিনায়কের মুণ্ডুপাত করছেন, পাশাপাশি ইউনিস খানের অবসর দাবি করেছেন। শোয়েব আখতার, রামিজ রাজা, মুস্তাক মহম্মদদের দাবি, নিদেনপক্ষে নিজের সম্মান রাখতেও এখনই জাতীয় দলকে গুডবাই করো ইউনিস। আর মিসবাকে তাঁর দেশের প্রাক্তনরা সমস্বরে ‘স্বার্থপর’, ‘ভীতু’ বলছেন। এখনই গোটা টিম ম্যানেজমেন্টকে ছাঁটাই করার দাবি তুলেছেন পাক বোর্ডের কাছে। বক্তব্যের নির্যাস, মিসবার মতো স্বার্থপর ক্যাপ্টেন পাক ক্রিকেট ইতিহাসে কখনও দেখা যায়নি। যখন সামনে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দেওয়ার দরকার, তখন কেন ও নিজে তিনে নামছে না?
মিসবা নিজে বলেছেন, “খাদের কিনারায় আমরা। জিম্বাবোয়ে ম্যাচের আগে আট দিন আছে। তার মধ্যে নিজেদের গুছিয়ে তুলতেই হবে।”
সূত্রঃ আনন্দবাজার




Discussion about this post