বিডি ল নিউজঃ
দেশব্যাপি দলের নেতা-কর্মীদের ‘হত্যা-গুম ও বিচারবহির্ভূূত হত্যা’ করা হচ্ছে অভিযোগ করে এ ব্যাপারে বিশেষ নির্দেশনা এবং পরামর্শ দিয়েছে বিএনপি।সোমবার রাতে নেতা-কর্মীদের এই নির্দেশনা দিয়েছেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের অন্যতম সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপির কোনো নেতা-কর্মী ও তাদের পরিবার-পরিজনের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলে তা তাৎক্ষণিকভাবে দলীয় নেতৃবৃন্দ, দফতরের নেতৃবৃন্দ, আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ এবং বিশেষ করে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে যারা অবস্থান করছেন, তাদের অবহিত করার জন্য নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই নির্দেশনা দিয়েছেন।
প্রসঙ্গত, সরকারবিরোধী আন্দোলনের শুরু থেকেই বিএনপি দাবি করছে এই আন্দোলনে তাদের অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার, নির্যাতন, হত্যা, গুম ও বিচারবহির্ভূত হত্যা করা হচ্ছে। আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহতদের ‘জাতীয় বীরের’ মর্যাদা এবং তাদের ‘এ প্রজন্মের মুক্তিযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
রোববার দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন, ‘চলমান গণআন্দোলনে সরকারী বাহিনীর হাতে যাদের প্রাণ গেছে তাদের ‘জাতীয় বীর’-এর মর্যাদা প্রদান করা হবে। তাদের পরিবার ও সন্তানদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন করা হবে।’
Discussion about this post