বিডি ল নিউজঃ
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের কোন সম্ভাবনা নাকচ করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ধরণের একটি যুদ্ধকে তিনি মহাবির্যয়কর ঘটনা হিসেবে বর্ণনা করেন। রুশ টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মি. পুতিন মিনস্কে সাক্ষরিত পূর্ব ইউক্রেনের শান্তিচুক্তির প্রতিও তার সমর্থন ব্যক্ত করেন। ঐ চুক্তিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও সমর্থন দিয়েছে। ইউক্রেনের সংঘাতে রুশ সেনাবাহিনীর সম্পৃক্ততার কথা আবারো অস্বীকার করে মি. পুতিন বলেন, ইউক্রেন সরকার রুশ বাহিনীর কথা বলছে, কারণ তাদের কাছে হারাটা সাবেক খনিশ্রমিক এবং ট্রাক্টরচালকদের কাছে হারার চাইতে কম লজ্জাজনক। ইউক্রেনের পূর্বাঞ্চল যে সংকট চলছে তার জন্য রাশিয়াকে বিভিন্ন সময়ে বারবারই দায়ী করেছে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব। কিন্তু তাদের এই দাবী প্রথম থেকেই নাকচ করে এসেছে রাশিয়া। তবে এই উত্তেজনার প্রেক্ষিতে রাশিয়া-ইউক্রেনের মধ্যে কোন যুদ্ধের হুমকি আছে কিনা সেই প্রশ্ন করা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে। প্রতিবেশী এই দুই দেশের মধ্যে যুদ্ধ হবার কোনো সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
Discussion about this post