বিডি ল নিউজঃ

জেলার পার্বতীপুরে মাদক ব্যবসায়ীকে আটক করা নিয়ে ডাকাত সন্দেহে র্যাবের সঙ্গে স্থানীয় জনতার দেড় ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় র্যাবের দুই সদস্যসহ ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে র্যাব কমপক্ষে ৮ রাউন্ড গুলি ছুঁড়েছে। পরে অতিরিক্ত র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার কাছ থেকে অবরুদ্ধ ছয় র্যাব সদস্যকে উদ্ধার করে। সোমবার রাতে পার্বতীপুর উপজেলার বিলাইচন্ডি বাজার এলাকায় এ সংঘর্ষ হয়।
জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ এর সাদা পোষাকধারী র্যাবের ৮ সদস্যের একটি বিশেষ টিম মাদক ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম (৩৫ )কে ধরতে বিলাইচন্ডি বাজারে অভিযান চালায়। বিপুলসংখ্যাক ইয়ারাসহ আনোয়ারুল ইসলামকে আটক করে র্যাব সদস্যরা। এ সময় আনোয়ারুল ডাকাত ডাকাত বলে চিৎকার করলে স্থানীয় জনতা ডাকাত সন্দেহে তাদের ঘিরে ফেলে। র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় দু’জন র্যাব সদস্য মোটরসাইকেলে পালিয়ে যায়। এতে জনতা আরও বিক্ষুদ্ধ হয়ে উঠে। এ নিয়ে র্যাব ও জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। চলে রাত ১০টা পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব আরও কমপক্ষে ৬ রাউন্ড গুলি ছুড়ে। এলাকাবাসী ও জনতা অবরুদ্ধ করে ফেলে র্যাবকে। পরে অতিরিক্ত র্যাব ও পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় জনতার কাছ থেকে অবরুদ্ধ ছয় র্যাব সদস্যকে উদ্ধার করতে সক্ষম হয়।
রংপুর র্যাব-১৩ এর অধিনায়ক লে. কর্নেল কিসমত হায়াত ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে দুই র্যাব সদস্য আহতের কথা জানালেও তাদের নাম বলেননি তিনি।ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী আনোয়ারুল ইসলামের বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার লক্ষণপুর চৌধুরী পাড়ায় বলে জানান তিনি। তার পিতার নাম আনিস।
পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মাদ রাজা জানান, বেলাইচন্ডি বাজারে গত ৮/১০ দিনে পূর্বে ডাকাতির ঘটনা ঘটে। মাদক ব্যবসায়ীকে ধরতে এসে র্যাব ও স্থানীয়দের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি করে ওই দুজন মোটরসাইকেলে করে চলে যায়। পরে এলাকাবাসী জড়ো হলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এসময় র্যাব সদস্যরা আরো ৬ রাউন্ড ফাঁকা গুলি চালায়।




Discussion about this post