বিডি ল নিউজঃ

রাজধানীতে হত্যাকাণ্ড বাড়ছে, তবে মফস্বলে হত্যাকাণ্ড কমেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সফররত দক্ষিণ এশীয় অঞ্চলের বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
বিএনপির দেয়া হরতাল-অবরোধ সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এমন অকার্যকর কর্মসূচি কখনো দেয়নি। এসময় বাংলাদেশে ২০১৮ সালে দরিদ্রতার হার ১১ থেকে ১৪ শতাংশে নেমে আসবে বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘অ্যানেট ডিক্সন এদেশে নতুন। তাই পুরাতন বিষয় তাকে নতুনভাবে বুঝানো হয়েছে। অ্যানেট ডিক্সন জানিয়েছেন বিশ্বব্যাংক বাংলাদেশের বাজেটে যে সহায়তা করেছে, তা অব্যাহত থাকবে।’
উল্লেখ্য, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি, শিক্ষার হার, নারীর ক্ষমতায়ন ও জীবনমানের উন্নয়ন দেখতে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সন শনিবার সকালে ঢাকায় আসেন।




Discussion about this post