ফরিদ সোবহান, চবি প্রতিনিধি, বিডি ল নিউজ:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক শিবিরকর্মীকে পিটিয়ে আহত অবস্থায় পুলিশের নিকট সোপর্দ করেছে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটিনাইনের কর্মীরা। মঙ্গলবার দুপুর ১২ টার দিকেবিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের হামলায় আহত শিবিরকর্মী মো. রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাটিজ বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, আহত রহমত উল্লাহ কয়েকজন শিবিরকর্মী নিয়ে সোহরাওয়ার্দী হলে উঠতে যান,
এসময় হলের ভিতরে অবস্থান করা সিক্সটিনাইনের ছাত্রলীগ কর্মীরা তাদের দেখে শিবির সন্দেহে আটক করতে গেলে তার সাথে থাকা অন্যান্য শিবির কর্মীরা পালিয়ে যায়। এসময় তাকে পিটিয়ে পুলিশে দেয় ছাত্রলীগের সিক্সটিনাইনের কর্মীরা। ঘটনার বিষয়ে ছাত্রলীগের শাটল ট্রেনের বগি ভিত্তিক সংগঠন সিক্সটিনাইনের নেতা ও ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু বিডি ল নিউজকে বলেন, ‘শিবিরকর্মী রহমত উল্লাহ তার সাথে আরও ৭/৮ জন শিবির
কর্মী নিয়ে সোহরাওয়ার্দী হলে উঠতে গেলে তাকে ধরে ফেলে আমাদের কর্মীরা। এসময় তার সাথে থাকা অন্য শিবিরকর্মীরা পালিয়ে যায়।” ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হবিবুর রহমান বিডি ল নিউজকে বলেন,”খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি,বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে।” তবে এ বিষয়ে শিবিরের কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন সিক্সটিনাইন নগর আওয়ামীলীগ নেতা আ জ ম নাসির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।




Discussion about this post