বিডি ল নিউজঃ ফেসবুক বা টুইটারে তারকাদের ডুপ্লিকেট অ্যাকাউন্ট তৈরি করে বিভ্রান্তি ছড়ানো নতুন কিছু নয়। এই বিভ্রান্তির শিকার হতে হতেও বেঁচে গেলেন পাকিস্তানি ক্রিকেটার ইউনিস খান।
গতকাল রাতে আচমকা খবর ছড়িয়ে পড়ে, ইউনিস ২০১৫-র বিশ্বকাপের পরই একদিনের ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন। সেকথা তিনি নিজেই টুইট করে জানিয়েছেন বলে শোনা যায়। সেই টুইটে বলা হয়, ২০১৫-র বিশ্বকাপ ক্রিকেটের পরই একদিনের ক্রিকেটে ইতি টানব। টেস্ট ক্রিকেটে খেলব। কিন্তু খোদ ইউনিসই এহেন খবরে তাজ্জব বনে যান। কেননা তাঁর দাবি, তাঁর কোনও টুইটার অ্যাকাউন্টই নেই। কেউ তাঁর নামে ভুয়ো টুইটার অ্যাকাউন্ট খুলে তাঁর অবসরগ্রহণ নিয়ে মিথ্যা খবর ছড়িয়েছে! তিনি এখনই এরকম কিছু ভাবছেন না বলে জানিয়েছেন ইউনিস স্বয়ং। বলেছেন, বরং ব্যাটিংয়ে ফর্ম ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন তিনি।
কিছুদিন ধরেই খারাপ পারফরম্যান্সের জন্য ক্রিকেট মহলে সমালোচিত হচ্ছিলেন ৩৭ বছরের এই ক্রিকেট তারকা। কোনও কোনও প্রাক্তন পাক ক্রিকেটার প্রকাশ্যেই তাঁর অবসর নেওয়া উচিত বলে অভিমত জানাচ্ছেন। এরকম পরিস্থিতিতে এ ধরনের টুইট-বার্তায় স্বাভাবিকভাবেই বিস্ময় ছড়িয়ে পড়ে ক্রিকেট মহলে।
সূত্রঃ এবিপি আনন্দ




Discussion about this post