বিডি ল নিউজঃ
স্যার রিচার্ড হ্যাডলি। সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার মানুষটির মুখে আর অনেক সাবেকদের মতো বর্তমান ক্রিকেটারদের নিন্দার ফুলঝুরি কখনোই থাকে না। বরং সুযোগ পেলেই প্রশংসায় ভাসান উঠতি দলগুলোকে। এবার তারই এলাকায় চলমান বিশ্বকাপে তিনি মুগ্ধ হয়েছেন বাংলাদেশের খেলা দেখে। এতোটাই মুগ্ধ যে, বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে চলে গেলেও তিনি অবাক হবেন না।

দেশের শীর্ষস্থানীল একটি দৈনিকে আজকের কলামে তিনি লিখেছেন, ইংল্যান্ডের বদলে বাংলাদেশেরই কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা বেশী। সেই সম্ভাবনারও যুক্তিও দিয়েছেন এই কিংবদন্তী ক্রিকেটার, ‘এবার চমকে দিতে পারে বাংলাদেশ। ‘এ’ গ্রুপ থেকে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার পর চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে যেতে পারে দলটি। আগামীকাল শ্রীলঙ্কাকে কিংবা এরপর ইংল্যান্ড ও স্কটল্যান্ডকে হারালেই তো হয়! দুই ম্যাচ থেকে এরই মধ্যে ৩ পয়েন্ট পেয়ে গেছে বাংলাদেশ। দরকার তো মাত্র ৭।’
বাংলাদেশ দলের যে এরকম কিছু করার যোগ্যতা আছে, শ্রীলঙ্কা বা ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারে তারা এ নিয়ে কোনো সন্দেহই নেই হ্যাডলির। তিনি বরং ভয় পাচ্ছেন, বাংলাদেশ নিজেই পথ হারিয়ে ফেলতে পারে, ‘দলটায় মেধার আকাল নেই, আছে বড় দলগুলোর সঙ্গে লড়াই করার সামর্থ্য। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে খেই হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারানোর রোগ আছে দলটির। পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কা এখনো পেছনে তাদের। কাল লঙ্কানদের হারাতে পারলে শেষ আটে ওঠার সম্ভাবনা বহু গুণে বেড়ে যাবে বাংলাদেশের।’




Discussion about this post