বিডি ল নিউজঃ

এটাকে তাণ্ডব বললে ভুল হবে না। মাত্র পাঁচ মিনিটেই আতঙ্কের রাজ্য করে তোলে কয়েকজন যুবক। অন্তত চারটি প্রাইভেটকার জ্বলছে, একের পর এক ভাঙা হচ্ছে গাড়ি। এ ঘটনা সোমবার সকাল ১০টার, গুলশানের হাতিরঝিল এলাকায়। মিনিট পাঁচেক সময়ে ১০/১২ জন যুবক বেপরোয়া গাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও গুলশান-১’র নিকেতন সংলগ্ন হাতিরঝিলের স্থানীয়রা জানায়, হঠাৎ করেই দাঁড়িয়ে থাকা ১০/১২ জন যুবক হরতাল হরতাল বলতে থাকেন। এরপরই তারা ছড়িয়ে পড়েন রাস্তায়। এদের একটি অংশ গাড়িতে আগুন ধরিয়ে দিতে থাকেন। আর অন্য অংশটি বেপোরয়াভাবে গাড়ি ভাঙচুর করতে থাকেন। এ সময় অন্তত চারটি প্রাইভেটকার জ্বলতে দেখা গেছে। আর গোটা দশেক গাড়িতে ভাঙচুর করা হয়। আতঙ্কে সেখানকার মানুষজন ছোটাছুটি করতে থাকে। পাঁচ মিনিটের রহস্যময় তাণ্ডব চালিয়ে যুবকরা পালিয়ে যায়। তবে তাদের কাছে হরতাল সমর্থনের কোনো ব্যানার দেখা যায়নি। এখন পর্যন্ত এই ঘটনার দায়ও কোনো পক্ষ স্বীকার করেনি। বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার এই ঘটনা ঘটল।
সূত্রঃ আমার দেশ ।




Discussion about this post