বিডি ল নিউজঃ
স্কটল্যান্ডের ছুড়ে দেওয়া ৩১৯ রানের টার্গেটে ব্যাটিং করছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান।
৪০ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ২৫২। জয়ের জন্যে ৬০ বলে ৬৭ রান প্রয়োজন বাংলাদেশের।
পাহাড়সমান রান তাড়া করতে নেমে দলীয় ৫ রানে সৌম্য সরকারকে (২) হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ প্রতিরোধ গড়ে তোলেন। বলের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাট চালিয়ে যান দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। ১৩০ বলে ১৩৯ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। এ সময় দুই ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি তুলে নেন।
বেশ ভালোমতো স্কটিশ বোলারদের সামলাচ্ছিলেন দুই ব্যাটসম্যান। তাদের দুজনের ব্যাটে চড়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। কিন্তু মাহমুদউল্লাহর বিদায়ে হোঁচট খায় টাইগাররা। ৬২ রানে বোল্ড হন রিয়াদ। ৬২ বলে ৬ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান রিয়াদ।
রিয়াদের বিদায়ের পর মুশফিককে সঙ্গে নিয়ে ৪৮ বলে ৫৭ রানের জুটি গড়েন তামিম ইকবাল। বিশ্বকাপের প্রথম সেঞ্চুরির পথে বেশ ভালোই এগিয়ে যেতে থাকেন তামিম ইকবাল। কিন্তু ভাগ্যদেবী সঙ্গে না থাকায় তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছুঁতে পারেননি তামিম। ৯৫ রানে শেষ হয় তার ইনিংস। ১০০ বলে ৯ চার ও ১ ছক্কায় ৯৫ রান করেন দেশ সেরা এই ওপেনার।
তামিমের পর বাংলাদেশের টেস্ট অধিনায়ক দ্রুত হাফ সেঞ্চুরি তুলে নেন। সাকিবের সঙ্গে দ্রুত ৪৬ রানের জুটিও গড়েন মুশফিক। কিন্তু ব্যাটিং পাওয়ার প্লে’র তৃতীয় ওভারে (৩৮তম) অযথা শট খেলতে গিয়ে আউট হন মুশফিক। ইভান্সের বলে লং অনের ওপর দিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ম্যাকলয়েডের তালুবন্দি হন ৪২ বলে ৬০ রান করা মুশফিক। ৬টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি।
কাঁধের চোটের কারণে ব্যাটিংয়ে নামতে পারবেন না এনামুল হক বিজয়। ফিল্ডিংয়ের সময় লং লেগে বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পান বিজয়।
Discussion about this post