বিডি ল নিউজঃ চলতি বিশ্বকাপে ভারতের ব্যাটিং নয়, বরং বোলিংই হয়ে উঠেছে ধোনির প্রধান শক্তি৷ মাস দুয়েক আগেও সামি-অশ্বিনদের পারফরম্যান্স ছিল থিঙ্ক ট্যাঙ্কের প্রধান চিন্তা৷ মেন ইন ব্লুর সেই বোলিংই বিশ্বকাপে গড়ল নতুন রেকর্ড৷
একেবারে উলটপুরাণ৷ সবচেয়ে মাথাব্যাথার কারনই আজ টিম ইন্ডিয়ার মাথার মুকুট হয়ে উঠেছে৷ ভারতীয় বোলিং৷ ঘরের মাঠে হোক বা বিদেশের মাটিতে৷ এমনকি শেষ ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ৷ সমালোচকদের সবচেয়ে প্রিয় খাদ্যের নাম ছিল ভারতের বোলিং৷ কিন্তু বিশ্বকাপে মেন ইন ব্লুর বোলিং অনেক উজ্জ্বল৷ অনেক শাণিত৷ আয়ারল্যান্ডকে অলআউট করার পর নতুন রেকর্ড গড়লেন সামিরা৷ এই প্রথম একদিনের ক্রিকেটে টানা ৫টি ম্যাচে বিপক্ষকে অলআউট করলেন সামি-অশ্বিনরা৷
একঝলকে দেখে নেওয়া যাক ভারতের বিশ্বকাপে বোলিং পারফরম্যান্স–
বিশ্বকাপে ভারতের বোলিং-
ম্যাচ উইকেট রান উইকেট প্রতি রান
৫ ৫০ ৯৪৪ ১৮.৮৯
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বোলিং-
ম্যাচ উইকেট রান উইকেট প্রতি রান
৫ ৩৯ ৮৩৭ ২১.৪৬
বিশ্বকাপে দঃ আফ্রিকার বোলিং-
ম্যাচ উইকেট রান উইকেট প্রতি রান
৫ ৪৭ ১,১৬৭ ২৪.৮৩
নিউজিল্যান্ড ছাড়া বাকি সবকটি দেশই ভারতীয় বোলারদের পারফরম্যান্সের থেকে পিছিয়ে৷ ভারতের বোলিং একদিনের ক্রিকেটে নতুন রেকর্ডের পাশাপাশি, অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও গড়লেন নতুন কীর্তি৷ বিশ্বকাপে টানা ৯টি ম্যাচ জিতে এখন ক্লাইভ লয়েডের সঙ্গে একাসনে মাহি৷ সামনে শুধু রিকি পন্টিং৷
সূত্রঃ এবিপি আনন্দ
Discussion about this post