বিডি ল নিউজঃ ১৪৬ রানে হারল সংযুক্ত আরব আমিরশাহি। দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে ৩৪১ রানের জবাবে তারা ৪৭.৩ ওভারে অলআউট হয়ে যায় ১৯৫ রানে। স্বপ্নিল পাটিল ৫৭ রানে নটআউট থেকে যান। দক্ষিণ আফ্রিকার এ বি ডিভিলিয়ার্স ১৫ রানে দুটি উইকেট নিয়েছেন।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারির রেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডেভিলিয়ার্স। একইসঙ্গে বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীর ১০ জনের তালিকাতেও ঢুকে পড়লেন এই মারকুটে ব্যাটস্যান। আজ বিশ্বকাপের পুল-বি-র ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর শাহীর বিরুদ্ধে ৯৯ রানের ইনিংস খেলার পথে এই নজির গড়লেন তিনি। বিশ্বকাপে তাঁর সংগ্রহ ১,১৪২। বিশ্বকাপে ১০ জন সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সপ্তম স্থানে ঢুকে পড়লেন তিনি। এই তালিকার শীর্ষে রয়েছেন ভারতের সচিন তেন্ডুলকর। তাঁর সংগ্রহ ২,২৭৮ রান।
এদিন ডেভিলিয়ার্সের ৮২ বলের ইনিংসে রয়েছে ৪ টি ওভার বাউন্ডারি। সব মিলিয়ে বিশ্বকাপে তাঁর ওভার বাউন্ডারির সংখ্যা ২০। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন (১৮)-কে পিছনে ফেলে রেকর্ড গড়লেন তিনি।
৩১ বছরের ব্যাটসম্যানের দখলে রয়েছে একদিনের ক্রিকেটে দ্রুততম ৫০, ১০০ ও ১৫০ রানের রেকর্ড।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে আমিরশাহীর বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪১ রান করে দক্ষিণ আফ্রিকা। ডেভিলিয়ার্সের ৯৯ ছাড়াও ইনিংসের শেষদিকে ঝড় তোলেন ফারহান বেহারদিয়েন। ৩১ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন তিনি। দুই ওপেনার হাসিম আমলা এবং কুইন্টন ডি কক অল্প রানে ফিরে গেলেও রিলে রোসো (৪৩), ডেভিলিয়ার্স, ডেভিভ মিলার (৪৯)-দের দাপটে কার্যত খড়কুটোর মতো উড়ে যান আমিরশাহীর বোলাররা। পেসার মহম্মদ নাভিদ ৬৩ রানে ৩ উইকেট দখল করেন।




Discussion about this post