বিডি ল নিউজঃ ফিংক্স ও গিজা পিরামিডের কাছে পর্যটকদের একটি পর্ন ভিডিওর চিত্রগ্রহণ সম্পর্কে তদন্ত শুরু করেছে মিশরের পুলিশ। এই ভিডিও ঘিরে মিশরে তীব্র বিক্ষোভ দেখা দিয়েছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, ক্যামেরাম্যানের সঙ্গে ঘোরার সময় পর্নস্টার বারবার তাঁর শরীরের বিভিন্ন অংশ উন্মুক্ত করছেন। তবে কখন ওই ভিডিও তোলা হয়েছে তা স্পষ্ট নয়। বিভিন্ন সূত্রের দাবি, ওই পর্নস্টার রাশিয়ার নাগরিক।
বারবারই তিনি ক্যামেরার সামনে তাঁর শরীর দেখিয়েছেন। তাঁর পিছনে দেখা গিয়েছে পর্যটকদের। ওই ক্যামেরাম্যান ও পর্নস্টার মিশরে বিভিন্ন ক্লিপ ফিল্মবন্দী করেছেন। এর মধ্যে একটি দৃশ্য রয়েছে মরুভূমিতে।
মিশরের পুরাতাত্ত্বিক বিভাগের মন্ত্রী মামদৌহ আল-দামাতি বলেছেন, গিজা নেক্রোপলিসে বেড়াতে এসে এক পর্যটক যৌনদৃশ্যের চিত্রগ্রহণ করেছেন। কোনও কোনও মহলের অভিযোগ, স্থানীয় নিরাপত্তারক্ষীরা ঘটনার কথা জানত।ওই ভিডিও-র প্রযোজক সংস্থা ইন্টারনেটে ভিডিও-র টিজার প্রকাশ করেছে।
সূত্রঃ এবিপি আনন্দ




Discussion about this post