বিডি ল নিউজঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রে ছিল একটি খবর, দক্ষিণ আফ্রিকার একদল চিকিত্সক সাফল্যের সঙ্গে লিঙ্গ প্রতিস্থাপন করেছেন এক তরুণের দেহে। তাঁদের দাবি, এই নতুন যৌনাঙ্গ আগামী দুবছর সম্পূর্ণভাবে কার্যকর থাকবে।

এক একুশ বছর বয়সি তরুণের দেহে এই নয়া যৌনাঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে, যদিও তাঁর পরিচয় জানা যায়নি। শুধু জানা গেছে, সেই যুবক লিঙ্গাগ্রচর্মছেদন নামক এক রোগে আক্রান্ত ছিলেন। যার জন্যে তিনবছর আগে তাঁর যৌনাঙ্গ কেটে বাদ দিতে হয়।
স্টেলেনবশ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যান্ড্রে ভ্যান ডার মারউই এই অস্ত্রোপচারটি করেছেন। ন’ঘন্টার এই অস্ত্রোপচার এই প্রথম সফল হল, এবং আগামী দুবছরের জন্য সম্পূর্ণভাবে কার্যকর থাকবে এই প্রতিস্থাপিত যৌনাঙ্গটি। এই অস্ত্রোপচারে সাহায্যকারী আর এক চিকিত্সকের দাবি, প্রতিস্থাপন সফল হওয়ায় প্রমাণিত, এই ধরণের যৌনাঙ্গ প্রতিস্থাপন সম্ভব। আগামী দিনে এই চিকিত্সক দলের তত্ত্বাবধানে আরও নজনের দেহে যৌনাঙ্গ প্রতিস্থাপন করা হবে।
সূত্রঃ এবিপি নিউজ
Discussion about this post