বিডি ল নিউজঃ বাংলাদেশকে হাল্কাভাবে নিলে ভারতকে তার মূল্য চোকাতে হবে, এমনটাই মনে করেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সুনীল গাওস্কর। আগামী ১৯ তারিখ ঐতিহাসিক মেলবোর্নে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দেশ। একদিকে ভারত যেখানে গ্রুপ ‘বি’-র শীর্ষস্থান দখল করেছে, সেখানে বাংলাদেশ গ্রুপ ‘এ’-র চার নম্বর স্থান দখল করে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। এই বিষয় নিয়েই ধোনিবাহিনীকে আগাম সতর্ক করেছেন গাওস্কর। বাংলাদেশকে বিপজ্জনক হিসেবে উল্লেখ করে প্রাক্তন তারকা ব্যাটসম্যান জানিয়েছেন, ভাগ্যের অল্প সহায়তায় বিশ্বের যে কোনও দেশকে তারা হারিয়ে দিতে পারে।
গাওস্কর বলেন, ‘অতীতে ভারত বহুবার বাংলাদেশকে হারিয়েছে। তাই তারা মনে করতেই পারে, এবারেও তেমনটাই হবে। কিন্তু, চলতি বিশ্বকাপে বাংলাদেশ দুর্দান্ত ফর্মে রয়েছে। তাদের হাল্কাভাবে নিলে বড় ভুল করবে ভারত।’ নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে গাওস্কর বলেছেন, শধু ইংল্যান্ডকে হারানোই তো নয়। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল মাশরাফি মর্তুজার ছেলেরা।
গাওস্কর মনে করেন, গ্রুপ পর্যায়ে একটা ম্যাচ হারলেও পরের ম্যাচে ফিরে আসা সম্ভব। কিন্তু নক-আউট পর্যায়ে একটা হার মানে সব শেষ। তিনি বলেন, বিপজ্জনক দল হিসেবে এই বিশ্বকাপে নিজেদের মেলে ধরেছে বাংলাদেশ। ওদের ব্যাটিং ভীষণ ভাল। মাহমুদুল্লাহ ভাল ফর্মে রয়েছে। তাছাড়া, শাকিব আস-হাসান, মুশফিকুর রহিম, শাবির রহমানও রয়েছে।
এখানে বলে রাখা দরকার, ২০০৭ বিশ্বকাপে গ্রুপ-পর্যায়ের ম্যাচে এই বাংলাদেশের কাছে হারতে হয়েছিল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারতকে। যার জেরে প্রথম পর্বেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল টিম ইন্ডিয়া। এবারও ভারতকে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলার হুঙ্কার দিয়েছে বাংলাদেশ।
সূত্রঃ এবিপি আনন্দ
Discussion about this post