বিডি ল নিউজঃ বিশ্বকাপে পুল-বি-র ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল দু বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক জ্যাসন হোল্ডারের দুরন্ত বোলিং, সঙ্গে পেসার জেরম টেলরের যোগ্য সঙ্গতে ক্যারাবিয়ানরা ৬ উইকেটে হারিয়ে দিল আমিরশাহীকে। শেষ আটে ওঠার জন্য পাকিস্তান ও আয়ারল্যান্ডের ম্যাচে ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হয়েছি্ল ওয়েস্ট ইন্ডিজকে। ওই ম্যাচে যে দলই জিতবে তারাই শেষ আটে পৌঁছে যাবে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা পাকিস্তান আর আয়ারল্যান্ডও আজই মুখোমুখি হয়েছিল কোয়ার্টারে যাওয়ার দৌড়ে। (দুই দলেরই ছ’পয়েন্ট ছিল)। এই দুই দলের মধ্যে বিজয়ীর কোয়ার্টারে যাওয়া নিশ্চিত ছিল। পাকিস্তান ম্যাচ জিতে শেষ আটে পৌঁছে গিয়েছে। এর আগেই আমিরশাহিকে বড় ব্যবধানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের কোয়ার্টার ফাইনালের যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়।এই ম্যাচ জেতায় তাদেরও পয়েন্ট হল ছয়। এই অবস্থায় এদিন আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় পাকিস্তান। নেট রানরেটে আয়ারল্যান্ডের থেকে এগিয়ে থাকার কারণে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ। এই গ্রুপ থেকে ইতিমধ্যেই নকআউট পর্বে উঠে গিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। হোল্ডার (২৭ রানে ৪ উইকেট) এবং টেলর (৩৬ রানে ৩ উইকেট)-এর দাপটে ৪৭.৪ ওভারে মাত্র ১৭৫ রানে গুটিয়ে যায় আমিরশাহীর ইনিংস। টপ ও মিডল অর্ডার ক্যারাবিয়ান পেসের ধাক্কায় ভেঙে পড়ার পর নিচের সারির দুই ব্যাটসম্যান নাজির আহমেদ (৬০) এবং আমজাদ জাভেদ (৫৬) কিছুটা প্রতিরোধ গড়েন।
জবাবে ব্যাট করতে নেমে ৩০.৩ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে ক্রিস গেইলকে ছাড়াই খেলতে নেমেছিল ওয়েস্টইন্ডিজ। জনসন চার্লসের দুরন্ত ব্যাটিংয়ে ভার করে দ্রুত রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ। ডোয়েন স্মিথ ও মার্লন স্যামুয়েলস দ্রুত ফিরে গেলেও ব্যাটে ঝড় তোলেন চার্লস (৪০ বলে ৫৫)।তিনি আউট হওয়ার পর জোনাথন কার্টার(৫০ অপরাজিত) এবং দীনেশ রামদীনের অপরাজিত ঝোড়ো ৩৩ বলে ৫০ রানের সুবাদে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় ক্যারাবিয়ানরা। কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
সূত্রঃ এবিপি আনন্দ
Discussion about this post