বিডি ল নিউজঃ একসময়ে তিনি ছিলেন ক্যাটরিনার জীবনের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। ক্যাটের বলিউডি ক্যারিয়ারকে সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাঁর অবদান কাররই অজানা নয়। তবু তাঁর সঙ্গে ক্যাটের প্রেমের সম্পর্ক ভাঙে, বলিউডে গুঞ্জন ক্যাট বর্তমানে রণবীরের প্রেমিকা, বিয়েও করবেন খুব তাড়াতাড়ি। আর তিনি সারা জীবনে বলিউডকে অজস্র সুপারহিট ছবি উপহার দিয়ে, মানুষকে নিজের ছবির ম্যাজিকে মোহগ্রস্থ করে রেখে, বিতর্ক যাঁর নিত্য সঙ্গী, নিজেকে একের পর এক নারীর প্রেমে জড়িয়ে, ভাঙা-গড়ার খেলায় মেতে, আজ হয়তো তিনি একা। শোনা যায় তিনি এখন এক বিদেশিনীর সঙ্গে প্রেম করছেন, বিয়ে করবেন হয়তো! তিনি সলমন খান, ক্যাটরিনার দাবি, সবসময় সলমন তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ হয়ে থাকবেন। নায়িকার নিজের মুখে স্বীকারোক্তি, সলমনকে ছাড়া বলিউডে তাঁর জায়গা তৈরি করা কঠিনই ছিল।
গত বছর নিজের বোন অর্পিতার বিয়ের সময় ক্যাটরিনার সঙ্গে মজায় মেতেছিলেন সলমন। তিনি বলেন, ‘তোমাকে সুযোগ দিয়েছিলাম খান হওয়ার, তুমি কপূর হতে চাইলে’। এরপরই ৩১বছর বয়সি নায়িকা কিছুটা অপ্রস্তুতে পড়ে যান। হয়তো জনসমক্ষে এভাবে বলায়, সলমনের সঙ্গে ক্যাটের দূরত্বও তৈরি হয়। তবু ক্যাটের মুখে সলমনের প্রশংসা।
ক্যাটরিনাকে যখন প্রশ্ন করা হয়, তাঁর কাছে কে বেশি ভাল অভিনেতা, রণবীর না সলমন, তখন তিনি বলেন, অভিনেতাদের তিনি এভাবে নম্বর দেওয়াতে বিশ্বাসী নন। তাঁর সঙ্গে দীপিকার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে, ক্যাট বলেন, আমাদের দুজনের সম্পর্ক নিয়ে অনেক গুজব আছে, সেগুলো সবই মিথ্যা। সত্যি একটাই, আমরা প্রত্যেকেই সহঅভিনেতা।
সূত্রঃ এবিপি আনন্দ
Discussion about this post