রোকনুজ্জামান কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারার জুনিয়াদহ ও দৌলতপুর উপজেলার সীমান্ত এলাকার ভুরকার মাঠে হঠাৎ সৃষ্ট আগুনে পুড়ে গেছে প্রায় ১৪/১৫ বিঘার জমির দেড় হাজার পিলি পান বরজ। স্থানীয়রা বলছে, ভয়াবহ আগুনে প্রায় ৫৫/৬০ জন কৃষকের পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে।
জানা গেছে, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ মির্জাপুর মেইন সড়কের সামনের বির্স্তীন মাঠে কৃষকের পান বরজের ক্ষেত্র। রবিবার সন্ধ্যায় হঠাৎ করেই এই পান বরজে আগুনের সূত্রপাত হয়। হঠাৎ আগুনে মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১৪/১৫ বিঘা জমির দেড় হাজার পিলা পান বরজ। আগুন নিয়ন্ত্রনে নিতে গিয়ে কয়েকটি বসতবাড়িও ভাংচুর করে গুটিয়ে ফেলা হয়। অনেক পানরবজও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। অগ্নিকান্ডের স্বীকার হয়ে ক্ষতিগ্রস্থরা হলো ঃ ভেড়ামারার জুনিয়াদহ এলাকার জালি, সেলিম, নূর ইসলাম, মামুন, উজির, নাসির, শাকিল, সিদ্দিক, ফারুক গাইন, ভুরকাপাড়ার রফিক, সুজন, মনিরুল, জাহাঙ্গীর সহ প্রায় ৫৫/৬০ জন কৃষক। আগুনের সংবাদ শুনে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান ভেড়ামারা ফায়ার সার্ভিস’র চৌকস দল। তারা তাদের দীর্ঘ ২ ঘন্টার নিরলস প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
ভেড়ামারা ফারয়ার সার্ভিসের ষ্টেশন অফিসার গোলাম সরোয়ার জানিয়েছেন, হঠাৎ আগুনে বিক্ষিপ্ত ভাবে কৃষকের পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমান নিরুপন করা কঠিন।
Discussion about this post