আস্তানায়ে পাক দরবারে মূসাবীয়া শীর্ষক আলোচনা সভায়-মহিউদ্দিন বাচ্চু
ক্যাপশন: আস্তানায়ে পাক দরবারে মূসাবীয়া শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু।
একে.এম নাজিম, হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি* মুসলিম জাতি আজ সারা বিশ্বে দ্বন্ধ-সংঘাতসহ নানাভাবে বিচ্ছিন্ন। ইসলামের মূল আদর্শ ও পীর আউলিয়াদের দেখানো পথ বিচ্ছুত হওয়ার কারণেই মুসলমানদের এমন দুর্দশা। মুসলমানরা যদি ইসলাম ও পীর আউলিয়াদের পথ অনুসরণ করত: কখনো এমন হত না। এর থেকে উত্তরণের একমাত্র পথ ইসলামের সঠিক মতাদর্শ ও পীর আউলিয়াদের দেখানো পথ অনুসরণ। তাই সারা বিশ্ব মুসলমানকে ইহকালের শান্তি ও পরকালের মুক্তি অর্জনের লক্ষ্যে ইসলামের সঠিক পথ ও পীর আউলিয়াদের আদর্শ অনুসরণের মাধ্যমে বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। হাটহাজারীতে আস্তানায়ে পাক দরবারে মূসাবীয়া শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু একথা বলেন।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন ফরহাদাবাদ গ্রামের আস্তানায়ে পাকে দরবারে মূসাবীয়ায় গত ১৪ মার্চ শনিবার বিকাল ৩ টায় আস্তানায়ে পাক দরবারে মূসাবীয়া শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু। সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন বাচ্চু বলেন, ইসলাম শান্তি, সাম্য ও মৈত্রীর ধর্ম। এখানে কোন দলাদলি, সংঘাত ও বিচ্ছিন্নতার স্থান নেই। কিন্তু এক শ্রেণির মুসলমান ইসলাম কায়েমের নামে জঙ্গীবাদের উত্থান ঘটিয়ে অনৈক্যের পথ তৈরি করেছেন। ইসলামে কোন জঙ্গীবাদের স্থান হতে পারে না। তিনি জঙ্গীবাদ ও মওদুদীবাদ পরিহার করে ইসলামের সঠিক পথ ও পীর আউলিয়াদের আদর্শ অনুসরণের মাধ্যমে বিশ্ব মুসলিম ঐক্য গড়ার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন, মহানগর যুবলীগের সদস্য হাজী আকবর হোসেন, আস্তানায়ে পাক দরবারে মূসাবীয়ায় এরশাদুত তবলীগ কমিটির সেক্রেটারী মাওলানা নুরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, এন্তেজামিয়া কমিটির সেক্রেটারী রিদোয়ান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব আলম, বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মুহাম্মদ হোসেন মাস্টার, দরবারের খাদেম মোঃ রফিকুল ইসলাম বাচ্চু, মোঃ আব্দুল মালেক। অনুষ্ঠানের শেষে ভক্ত, মুরিদান, আশেকান ও দেশ-জাতির উন্নতি সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম। সব শেষে তবারুক বিতরণের মাধ্যমে আলোচনা সভা শেষ হয়।
Discussion about this post