বিডি ল নিউজঃ ভারতের বিরুদ্ধে মহারণের আগে আত্মবিশ্বাসে ডগমগ করছে বাংলাদেশ শিবির। লড়াইয়ের তিনদিন আগে দলের কোচ জানিয়ে দিলেন, দল ভাল খেলেছে বলেই কোয়ার্টার ফাইনালে উঠেছে।
আগামী বৃহস্পতিবার ঐতিবাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তার আগে এখন শেষ পর্যায়ের প্রস্তুতিতে মগ্ন দল। চলছে ভারত-বধের রণকৌশল তৈরির কাজ। সেই ফাঁকেই বাংলাদেশের প্রধান কোচ চন্দিকা হাতুরুসিঙ্ঘে জানালেন, তাঁদের কারও কাছে কোনও কিছুই প্রমাণ করার নেই। সোমবার উজ্জীবিত হাতুরুসিঙ্ঘে বলেন, ‘আমাদের কারও কাছেই কোনও কিছু প্রমাণ করার নেই, কারণ জানি আমরা ভাল। সেইজন্যই আমরা আজ এখানে এসে পৌঁছেছি। যে সুযোগ আমরা পেয়েছি, তাকে কাজে লাগিয়ে পরিস্থিতিকে উপভোগ করাটাই আমাদের কাজ।’
শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার হাতুরুসিঙ্ঘে এদিন ভারতের বিষয়ে খুব একটা মুখ না খুললেও ধোনিবাহিনীর বোলিংয়ের প্রশংসা করেন। বলেন, ‘ভারত খুব ভাল ক্রিকেট খেলছে। ওদের ব্যাটিং ভীষণ শক্তিশালী। তবে, ওদের বোলাররা কেমন বল করছে, সেটাই দেখার। সেটার ওপরই আমাদের নজর থাকবে।’

জিম্বাবোয়ের প্রাক্তন ফাস্ট বোলার হিথ স্ট্রিক ও শ্রীলঙ্কার আরেক প্রাক্তন ক্রিকেটার রুয়ান কালপাগের সঙ্গে গত আটমাস ধরে বাংলাদেশ দলকে গড়ে তুলেছেন হাতুরুসিঙ্ঘে। বাংলাদেশের এই সাফল্যের রহস্য কী? এই প্রশ্নের উত্তরে শ্রীলঙ্কার হয়ে ২৬টি টেস্ট খেলা ৪৬-বছর-বয়সি কোচ এদিন জানান, দলের সাফল্যের কোনও সেই অর্থে ফর্মুলা নেই। তবে প্রস্তুতি ভালভাবে সারা হয়েছিল। বিশ্বকাপের আগে ছেলেরা বেশি ক্রিকেট খেলেনি। ফলে তারা নিজেদের উজাড় করে দেওয়ার জন্য তৈরি ছিল। তাছাড়া, অস্ট্রেলিয়ায় অনেক আগে পৌঁছানোটাও দলকে উপকৃত করেছে বলে মনে করেন তিনি।
চন্দিকার মতে, মর্তুজারা বিশ্বকাপের ঠিক সময়ে পিক করেছে। দল প্রতিটি ম্যাচেই উন্নতি ঘটাচ্ছে। আগের বাংলাদেশ দল ও বর্তমান দলের সঙ্গে তুলনা টানতে নারাজ হলেও তিনি জানান, এই দল নিজেদের ক্ষমতায় বিশ্বাস রাখে। বলেন, ‘ছেলেদের বলা হয়েছে খোলা মনে খেলতে। খেলার মধ্যে সিদ্ধান্ত নিতে এখন কেউ পিছপা হয় না। তাছাড়া, ড্রেসিংরুমের পরিবেশও সাহায্য করছে সদস্যদের।’
সূত্রঃ এবিপি আনন্দ
Discussion about this post