বিডি ল নিউজঃ বোলাররা চলতি ফর্ম ধরে রাখতে পারলে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের ব্যাপারে আশাবাদী প্রাক্তন স্টাইলিশ ব্যাটসম্যান ভিভিএল লক্ষ্মণ। তিনি বলেছেন, এখনও পর্যন্ত সেরকম ভালো খেলতে পারছে না অসি ব্যাটিং লাইনআপ। ২৬ মার্চ সিডনিতে ভারতীয় বোলাররা অসি ব্যাটসম্যানদের চাপে ফেলে দিতে পারে।
ভিভিএস বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেই অসি ব্যাটসম্যানদের চাপে পড়তে দেখা গিয়েছে। স্টিভ স্মিথ ছাড়া অস্ট্রেলিয়ার অন্য ব্যাটসম্যানদের সেরকম দাপটে ব্যাটিং করতে দেখা যাচ্ছে না। পাক বোলাররা, বিশেষ করে ওয়াহাব রিয়াজ তো ওদের বেশ চাপে ফেলে দিয়েছিল। ওই চাপ ভালোভাবে সামলাতে সমস্যায় পড়তে হয়েছিল ক্লার্কদের। এটা ভারতের কাছে খুবই ভালো ব্যাপার।
কোয়ার্টার ফাইনালে রোহিত শর্মা ক্যাচ তুলেও আম্পায়ার নো বল ডাকায় রেহাই পেয়ে যান। এই ঘটনা নিয়ে বাংলাদেশে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এ প্রসঙ্গে লক্ষ্মণ বলেছেন, বিষয়টি নিয়ে অযথা বাড়াবাড়ি করা হচ্ছে। আইসিসি প্রেসিডেন্ট তথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান মুস্তাফা কামালের আম্পায়ারদের বিরুদ্ধে তোপ দাগার ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন লক্ষ্মণ। তিনি বলেছেন, এটা ঠিক যে, নো বলের সিদ্ধান্ত বাংলাদেশের বিরুদ্ধেই গিয়েছে। এর বিরুদ্ধে বাংলাদেশের সমর্থকদের ক্ষোভ থাকতেই পারে। কিন্তু ভারতের জয় নিশ্চিত করতে আম্পায়ার ইচ্ছাকৃতভাবে ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে যে অভিযোগ করা হচ্ছে, তা একেবারেই ভুল। কোনও আম্পায়ারই ইচ্ছাকৃতভাবে এ ধরনের সিদ্ধান্ত নেন না। ক্রিকেটে এ ধরনের ঘটনা ঘটেই থাকে।’এবিপি আনন্দ




Discussion about this post