
বিডি ল নিউজ: নাটকের পর নাটক৷ সিডনির ২২ গজ ঘিরে অভাবনীয় তত্পরতা, দুই শিবিরে৷ সেমিফাইনালের আগে ক্রিকেটীয় চর্চার অন্যতম চরিত্র এখন সিডনি ক্রিকেট গ্রাউন্ড (এসসিজি)৷ এই মাঠেই আগামী বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এই ম্যাচের পিচ নিয়ে আগ্রহ তুঙ্গে উঠেছে। উইকেট কেমন আচরণ করবে তা জানতে কৌতুহল রয়েছে দুটি দলেরই।
এদিন সকাল থেকেই একের পর এক নাটক দেখল এসসিজি। ম্যাচের আগে টিম মিটিংয়ের কথা তো সবার জানা৷ কিন্তু, পিচ মিটিং? শেষ চারের মহাযুদ্ধ ঘিরে ঘটছে এমন অভিনব ঘটনাও৷ সোমবার সকালেই সিডনির ২২ গজে জমায়েত হল ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷ অধিনায়কমহেন্দ্র সিংহ ধোনি, কোচ ডানকান ফ্লেচার ও টিম ডিরেক্টর রবি শাস্ত্রী গিয়ে পিচের মাটিও পরীক্ষা করে এলেন৷ একঝলক পরখ করলেন রোহিত, জাদেজারাও৷ এলেন বিরাট কোহলিও৷ বেশ কিছুক্ষণ ধরে চলল পিচ নিয়ে আলাপ-আলোচনা৷ স্ট্র্যাটেজির অঙ্ক৷
এ-তো গেল প্রথম অঙ্ক৷ তখনও সবাই জানে পিচের দায়িত্ব টম পার্কারের হাতে৷ তিনি পিচের চরিত্র সম্পর্কে মুখে কুলুপ এঁটে রয়েছেন। তিনি টিম, ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজির ধার ধারেন না৷ পিচ বানান মর্জি-মাফিক৷ তাঁর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷ পার্কারের মন পড়তে তড়িঘড়ি তাঁর কাছে ক্লার্ক অ্যান্ড কোম্পানিও৷ কিন্তু, মনের হদিশ মিলল কী?
হন্যে হয়ে যখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে দুই শিবির, তখনই ব্রেকিং নিউজ৷ রাতারাতি পিচ তৈরির ব্যাটন তুলে দেওয়া হয়েছে অ্যান্ডি অ্যাটকিনসনের হাতে৷ আইসিসি-র পিচ কমিটির প্রধান অ্যাটকিনসন এদিন তাঁর সহকারীদের নিয়ে প্রায় চার ঘণ্টা কাটান সিডনির উইকেটে৷ ২২ গজের ছবিও তোলেন৷
সেমিফাইনালে হোম অ্যাডভান্টেজ পেয়েছে অস্ট্রেলিয়া, এমন কোনও বিতর্কে জড়াতে চায় না আইসিসি৷ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী, যতটা সম্ভব স্পোর্টিং উইকেট বানাতে হবে। নিয়ম মাফিক যাতে পিচ তৈরি হয়, সেদিকে কড়া নজর৷ তাই, খামখেয়ালি পার্কারের উপর ভরসা না রেখে পিচ কিউরেটরের দায়িত্ব তুলে দেওয়া হল অ্যাটকিনসনের হাতে৷ বৃহস্পতিবারের হাইভোল্টেজ যুদ্ধের আগে পিচ নিয়ে ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেটিয় মস্তিষ্কে চোরা রক্তচাপ অব্যাহত৷’এবিপি আনন্দ
Discussion about this post