বিডি ল নিউজঃ ভারতকে পরাজিত করতে পারলেই ফাইনাল। কিন্তু ধোনিবাহিনীকে পরাজিত করাটাও তো সোজা নয়। সে যাই হোক, বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগে ব্যাট করে রেকর্ড গড়লো স্বাগতিক অস্ট্রেলিয়া। বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড।
সিডনিতে অনুষ্ঠিত এই ‘হাইভোল্টেজ’ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নামে অজিরা। শেষপর্যন্ত স্টিভেন স্মিথের শতক (১০৫) আর ওপেনার অ্যারণ ফিঞ্চের ৮১ রানে ভর করে ৫০ওভার শেষে সংগ্রহ করে ৩২৮ রান। যা কিনা, বিশ্বকাপে নকআউট পর্বের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড। মজার কথা হলো, দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ডটিও এবারের বিশ্বকাপে। প্রথম সেমিফাইনালে সেটি আরেক স্বাগতিক দল নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন। অন্যদিকে, তৃতীয় সর্বোচ্চ রান করে ওয়েস্ট ইন্ডিজ ১৯৭৯ সালে। প্রতিপক্ষ ছিলো পাকিস্তান।’প্রিয়




Discussion about this post