বিডি ল নিউজঃ মিরপুর টেস্ট জুড়ে বাংলাদেশ যে পুরোপুরি পরিকল্পনাহীনতায় ছিল তা বলাই বাহুল্য। দল নির্বাচন থেকে শুরু করে, টস জয়ের পরও ফিল্ডিং বেছে নেওয়া এবং ম্যাচজুড়ে হতাশাজনক পারফরম্যান্স। যে কারণে অসনাধারণ একটি সিরিজের শেষ মুহুর্তে এসে চরম হতাশা উপহার দিল বাংলাদেশ।
টাইগাররা যে এই ম্যাচে পুরো ভুল পরিকল্পনা নিয়ে খেলেছে, সেটা অকপটে স্বীকার করে নিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী মঞ্চে এসেই উপস্থাপক শামীম আশরাফ চৌধুরীর প্রশ্নের জবাবে হতাশার কথাই বলেন মুশফিক।
শুরুতেই বাংলাদেশের দলনায়ক বলেন, ‘খুবই হতাশাজন একটি টেস্ট। আমরা আসলে বেশ কিছু নো বল করেছি, যেগুলোর আমাদেরকে বেশ মূল্য দিতে হয়েছে। শুধু তাই নয়, প্রথম ওভার থেকেই আমরা একজন বোলার কম নিয়ে খেলেছি। প্রথম দিন থেকেই কোন কিছুই আমাদের পক্ষে ছিল না।’
পাকিস্তানের প্রশংসা করে তিনি বলেন, ‘টেস্টে পাকিস্তান হচ্ছে র্যাংকিংয়ে তিন নাম্বার দল। যে কোন কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। যোগ্য দল হিসেবেই টেস্ট জিতেছে তারা।’
নিজেদের পরিকল্পনা যে ভুল ছিল, সেটা স্বীকার করেছেন মুশফিক। তিনি বলেন, ‘এই টেস্টের জন্য আমরা যে পরিকল্পনা করেছিলাম, সেটা ছিল ভুল। এমনকি সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়নও করতে পারিনি। যে কারণে এভাবে ম্যাচটি হারতে হয়েছে।’
নিজেদের যে এখনও শেখার অনেক বাকি আছে সে কথা জানিয়ে মুশফিক বলেন, ‘আমাদের আরও অনেক বেশি খেলতে হবে এবং অনেক বিষয় আছে যেগুলো দ্রুত শিখতে হবে। তবে, এই সিরিজটা তামিমের জন্য ছিল অসাধারণ। মুমিনুলের কথা তো আলাদা করেই বলতে হয়। নিয়মিতই ৫০ এর বেশি রান করছে। আমাদের বোলারদের আরও বেশি আক্রমণাত্মক হওয়া প্রয়োজন। যাতে করে পঞ্চম দিন পর্যন্ত ম্যাচে টিকে থাকতে পারি আমরা। যদি আপনি টেস্ট জিততে চান কিংবা অন্তত লড়াই করতে চান, তাহলে অবশ্যই ২০ উইকেট নিতে হবে। সে যোগ্যতা অর্জণ না করা পর্যন্ত আমাদের ভালো করা সম্ভব নয়। ভারতের বিপক্ষেই আমরা এই সিরিজ থেকে কী শিখলাম, তার বাস্তবায়ন ঘটাতে হবে।’-লেটেস্টবিডিনিউজ




Discussion about this post