বিডি ল নিউজঃ সানি লিওনের বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ দায়ের করলেন এক মহিলা। অঞ্জলি পালান নামে ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে বলিউড অভিনেত্রীকে অভিযুক্ত করেছে ডম্বিভ্যালি পুলিশ। সানির বিরুদ্ধে।বিভিন্ন ওয়েবসাইট ও সোস্যাল নেটওয়ার্কিং সাইটে কুরুচিকর বিষয়বস্তু দেখানোর অভিযোগ এনেছেন অঞ্জলি।

পুলিশের এক বিবৃতিতে প্রকাশ, সানিকে মহিলাদের প্রতিনিধিত্ব ও তথ্য-প্রযুক্তি আইনের ৩, ৪ অনুচ্ছেদে অভিযুক্ত করা হয়েছে।পাশাপাশি তাঁকে অভিযুক্ত করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট বিভিন্ন ধারাতেও।
অঞ্জলি অভিযোগনামায় বলেছেন, ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করতে গিয়ে ৩৪ বছর বয়সি অভিনেত্রীর একাধিক কুরুচিকর পোস্ট ও ছবি তাঁর নজরে এসেছে।সানির নিজস্ব ওয়েবসাইট Sunnyleone.com-এও তিনি ‘আপত্তিকর’ বিষয়বস্তু দেখেছেন।
এধরনের ছবি, পোস্ট মানুষের মনে, বিশেষত বাচ্চাদের ওপর কুপ্রভাব ফেলে বলে অভিমত জানিয়েছেন অঞ্জলি।
ডম্বিভ্যালি পুলিশ। মামলাটি পরবর্তী তদন্তের জন্য থানে পুলিশের সাইবার সেলের কাছে পাঠিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, তাঁর সাম্প্রতিক ছবি এক পহেলি লীলা-র প্রমোশনের কাজে কয়েক সপ্তাহ আগেই পুনেতে এসেছিলেন সানি।”এবিপি আনন্দ
Discussion about this post