দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো যখন অভিবাসী বহনকারী নৌকাগুলোকে তীরে ভিড়তে দিচ্ছে না এবং কয়েক হাজার মানুষ সাগরে নৌকায় ভাসছে ঠিক তখনই এই বৈঠক শুরু হলো।
এই অভিবাসীদের বেশিরভাগই মিয়ানমার থেকে যাওয়া রোহিঙ্গা ও বাংলাদেশী।
বার্তা সংস্থা এপি বলছে, এবিষয়ে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান আজ রোববার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সাথে বৈঠক করেছেন।
সরকারি একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে এরপর ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও বৈঠকের কথা রয়েছে।
সম্প্রতি দু’হাজারের মতো অবৈধ অভিবাসী সাগর পথে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে গিয়ে পৌঁছেছে বলে খবরে বলা হচ্ছে।
কিন্তু থাইল্যান্ডের উপকূল-রক্ষীদের তৎপরতার কারণে এখনও কয়েকটি নৌকা সাগরে ভাসছে এবং পাচারকারীরা নৌকা ফেলে পালিয়ে গেছে বলে জানা গেছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি দেশের আঞ্চলিক জোট আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়া।
রোহিঙ্গাদের বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার কারণে দীর্ঘদিন ধরেই দেশটির সমালোচনা হচ্ছে।
এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক মানবিক এই সঙ্কট সমাধানে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তিনি বলেন, “এটা আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যু। সমস্যা সমাধানের জন্যে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে আলাপ আলাপ আলোচনা চলছে।”বিবিসি………।।
Discussion about this post