বিডি ল নিউজঃ রাজধানীর মুগদায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। মুগদার মান্ডা এলাকা থেকে রবিবার তাদের আটক করা হয়। আটকেরা হলেন— মোজাম্মেল হক (২৫) ও জাহাঙ্গীর হোসেন চৌধুরী (৩৪)।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দ্য রিপোর্টকে বলেন, মান্ডার গার্মেন্টস রোডে সাত বছরের এক মেয়ে শিশুকে বৃহস্পতিবার রাতে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে।
তিনি বলেন, এ ঘটনায় এলাকার কয়েকজন শিশুটিকে রবিবার থানায় নিয়ে আসে। পরে তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী অভিযুক্ত দুই যুবককে আটক করা হয়। একই সঙ্গে শিশুটির শারিরীক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস দ্য রিপোর্টকে বলেন, ‘মুগদা থেকে ধর্ষণের শিকার একটি শিশুর শারীরিক পরীক্ষার জন্য বিকেলে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে তার শারীরিক পরীক্ষার আগেই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’
শিশুকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা মান্ডা এলাকার বাসিন্দা মৌসুমি আক্তার বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে একটি শিশুর চিৎকার শুনে আমরা আশপাশের লোকজন ঘুম থেকে জেগে খোঁজাখুজি শুরু করি। পরে পাশের একটি বাসায় গিয়ে ওই শিশুকে আটকে দু’জন মিলে তাকে ধর্ষণের চেষ্টা করতে দেখা যায়। তখন বাড়ির সবাই মিলে শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করি। এর পর আজকে (রবিবার) তাকে থানায় নিয়ে যাই।
তিনি আরও বলেন, শিশুটিকে তার বাবা টাঙ্গাইল থেকে ট্রেনে তুলে ঢাকায় পাঠিয়ে দেয়। এর পর তারা শিশুটিকে রাস্তায় পেয়ে ধরে বাসায় নিয়ে যায়।”দ্য রিপোর্ট
Discussion about this post