
আইপিএলে মুম্বই ইন্ডিয়ন্সের কাছে প্লে অফ ম্যাচে হেরে যাওয়ার পর ফের ধাক্কা খেলেন চেন্নাই সুপার কিংস-এর অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে মুখ খোলায় তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ শাস্তিস্বরূপ জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার মুম্বইয়ের ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানস্-এর কাছে ২৫ রানে হেরে যায় ধোনি বাহিনী। সেই ম্যাচেই চেন্নাই ওপেনার ডয়েন স্মিথকে মালিঙ্গার বলে এলবিডব্লু আউট দেন আম্পায়ার। এরই প্রতিবাদ করে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে ধোনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন “ভয়ঙ্কর সিদ্ধান্ত”।
ম্যাচ শেষের পরে আয়োজিত অনুষ্ঠানে ধোনি প্রকাশ্যে বলেন, ম্যাচের মাঝপথেই খেই হারায় তাঁর দল।একইসঙ্গে স্মিথ আম্পায়ায়ের “ভয়ঙ্কর সিদ্ধান্ত”-এ আউট হন বলেও মন্তব্য করেন তিনি।
প্রকাশ্যে আম্পায়ারের বিরুদ্ধে মুখ খুলে শৃঙ্খলাভঙ্গের লেভেল ১ অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় ধোনিকে। সেজন্যই জরিমানা করা হয়েছে ধোনির।
হারলেও এখনও ফাইনালে ওঠার সম্ভাবনা পুরো নিভে যায়নি চেন্নাইয়ের। আজ পুণেতে এলিমেনাটর ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই খেলায় যে টিম পরাজিত হবে আগামী শুক্রবার রাঁচিতে তার মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।”এবিপি আনন্দ




Discussion about this post